অসুখ
আমার শরীরের সব পোশাক খুলে নাও—
লোকে আমাকে পাগল বলুক,
যার যেমন ইচ্ছে।
আমি দিগ্বিদিক ছুটে চলি—
শুধু তোমারই উদ্দেশ্যে।
যেখানে প্রেম ব্যতীত কোনো প্রাণ নেই—
অথচ এখানে পড়ে আছি ভীষণ অসুখে।
.
.
উদ্দেশ্য
কেন এসেছি, যদি জানতাম—
তাহলে আর বাড়ি ফিরতাম না।
রাস্তায় থেকে যেতাম—
পাগলের বেশে, একটু হেসে
তোমাকে চুমু দিয়ে ফের—
ডুবে যেতাম বাতাসে।
.
.
উপস্থিতি
এই যে আমি আছি—
এটা কে বলবে?
চারদিকে এতো হৈ হুল্লোড়—
তোমার চাহনি ঘেরা উৎসব
না এসব আমার ভালো লাগে—
না এসব তোমার কাছে চাইছি।
বরং চুপ করে থাকো—
অনুভব করো প্রেমের উপস্থিতি।
.
.
ভ্রমণ
যতো দূরেই থাকো—
এটা তেমন কিছু নয়।
আমি চোখ বন্ধ করে—
যেমন তোমাকে দেখি
ঠিক তুমিও তেমনই—
আমার ভেতর ভ্রমণকারী।
.
.
ঠিকানা
তোমার নামই তো আমি নেই—
অথচ ঠিকানা জানি না।
কিভাবে পাঠাবো—
আমার দুঃখ-বেদনা আর
ভালোবাসার কথাগুলোকে।
আমি তো ঠিকানা জানি না—
আমাকে তুমি করে দাও।